ওরে বিবেকবান প্রাণ,
মুসলমান,আজ তবে শোনো,
আজকে গিয়েছি তারাবিহ পড়তে
মাসজিদ্ ছিল এক কোনো ।


আজান শেষে ইকামাত
দিলেন মুয়াজ্জিন,
কাতারে কাতারে সাত কাতার
জামাতে মুসুল্লিন।


কত সুন্দর করে হলো তিলাওয়াত
শেষ হলো ফরজ সালাত চারেক,
তারপর হলো সুন্নাত দু রাকাত,
দূরে দূরে দাঁড়ালেন অনেক।


তারপর হলো তারাবিহ শুরু,
আবারো একতাবদ্ধ মুসুল্লিন,
এত বিস্ময়কর তিলাওয়াত
শুনিনি তো কোনোদিন।


হাফেজ সাহেব পড়ছেন
কুরআন শুনিনি তো কিছুই,
ফ্যানের আওয়াজে মাসজিদ তুলপাড়
তবুও তো মাথা নিচুই।


কি যে পড়ে তারা শুনেও শুনি না,
বুঝি না আয়াত এক,
কি লাভ হবে তারাবিহ পড়লে প্রিয়,
ধিক্কার দেয় বিবেক।


তোমাদের কি হয়না লজ্জা
ওরে ও আলেম সমাজ,
কেন যে মানুষ বিদ্বেষী হয়
বুঝে গেছি আজ।


কত যে দুঃখ লাগে ভুলে যায় সে
কি করে সুমহান সেই  ইতিহাস,
কত যে উন্নত ছিল চির মহিমান্বিত
মুসলমান শিরো তাজ।


তোমরা তো কখনো করোনি আলোচনা
মহিমান্বিত সেই ইতিহাসেরও,
সুযোগ সময় সদ্ব্যবহারে কেন ভুল ভাল
ফতোয়া  মারো?


বলো, বলো, বলো
ওরে ও আলেম সমাজ,
কি করে তার ক্ষতিপূরণ দিবে
বড়ই দূর্বল হয়েছে ইমান আজ।


আমাদের মাঝে এতই বিবেদ,
কি করে হবে তা দূর,
শয়তান মারে নিত্য তীর,
আসছে সময় মৃত্যুর।


তবে আজ এক হোক,
আমাদের মুসলমান ভাই ভাই,
একতাই শক্তি প্রিয়,
দূরে যাওয়ায় শান্তি যে  নাই।