কি করে আর দেখব বলো
নববসন্তের পুষ্পসাজ,
পোস্টারে ব্যানারে সেজেছেন
এই শহুরে মহারাজ।


কোথায় তোমার বাতাবি নেবুর ফুল,
কোথায় তোমার কৃষ্ণচূড়ার মালা,
রাজনীতির ঐ রাজধানীতে
মাইকের কান ঝালাপালা।


এত যে শব্দ!শব্দ রহস্য!
ঈর্ষের মেকি চিৎকার,
সৌন্দর্য তোমার নিগূঢ় সত্যে
অসুন্দরের ধিক্কার।


কেন যে এমন হলো প্রাণহীন
দিবস সকল,
হঠাৎ করে মাথা ঝাড়া দিয়ে
উঠে সুপ্ত মনোবল।


তবুও তো সুপ্ত ছিল,
লুপ্ত সে প্রেমের মহিমা,
শিল্পীর তুলির আঁচড়ে
অপরূপ বসন্ত প্রতিমা।