তার চুলগুলাে বাতাসে দোলে,
একটি পাখি তার দুটো পায়ে
তুলে নিয়ে যায় স্বপ্ন,আমাদের
মৃত স্বপ্নগুলাে বেলা শেষে উড়ে যায়
কারাে কাছে ধরা দেয় না।


তখন এই বসন্তে ভীষণ খিদে লাগে,
মনন তাে সেই কবেই মৃত,
তবুও কি ভাবনা হয় তার ?
তার জন্যই কি লিখে রাখবাে না
বেলা শেষের জার্নাল?


তার চুল না হয় উড়ছে উড়ুক,
বসন্ত বাতাস কি কখনাে থেমেছে ,
অপূর্ব চোখ নিয়ে এসেছে,
নীল সমুদ্রের নারীটি এসেছে ।