আমি লিখছি কি আর
ভালো মন্দ,
অবাক পথে একলা আমি,
একলা চলা ছন্দ।


নুপূর পায়ে চলছো তুমি
রিনঝিন শব্দ বাজে,
বৃষ্টি পড়ে ফুল বাগিচায়,
হৃদয় আমার যায় যে ভিজে।


গানের সুরে মাতাল হলে
ডাকলে আমায় পাখি,
তারপর যে বন্দি খাঁচায়
আমি আবার একাকী।


একলা খাঁচায় খাবার দিলে
লাভ কি হবে আমার,
যা পেয়েছ তাই নিয়েছ
হঠাৎ দেখা সাথি আমার।


আমার ঘর ছিন্ন করে,
জড়াও তুমি মোহ মায়া জালে,
খাঁচার ভিতর বিবাগী প্রাণ,
লাভ টা তোমার কি তাহলে?


সব কিছু তো জলে গেল,
ভাসলো মরা প্রাণ এক,
নিজের ক্ষতি নিজেই করে
কেন ঝাঁটা মারো বিবেক?"