সকাল হলো,রাত পোহালো,
ডাকলো পাখি,"কমল তোল।"


ডাকল গরু,
কাপঁল দুরু,
শীতের শুরু,
প্রাণ পাখিটা
উড়ুউড়ু যে।


কুয়াশা মেঘে,
ঢাকলো রেগে,
সূর্য মামা শরমে লাল।


কাটেনা সকাল,
মিষ্টি বিকাল,
আসে না সুর।
বনের পাখি,
এমনি ভোর
আর কতকাল রবে?
বিড়াল ছানার কি যে হবে?


এসেছে শীত,
এসেছে মাঘ,
বিড়াল ছানা,
জলদি ভাগ,
জলদি ভাগ,
বাঘের মাসি,
হা হা হা,শীতের হাসি।
শুনছি আমি দূরের বাঁশি,
প্রাণ পাখিটা কাঁদছে যে।


কাঁদছে একা
জানালা খোলে,
বিড়াল ছানা,
আসবে বলে,
আর তো এলো না!