আর কতবার কাঁদবাে বলাে,
মিথ্যে কথার তীরে,
মিথ্যে লাগে দিন-দুনিয়া,
শত্রু নাশে বীরে।


ধীর গতিতে করছি কাজ,
সময় যে যাচ্ছে চলে,
সময়ই টাকা নয়তাে ফাঁকা
এই লিখেছিলে কপালে?


আসলাে এখন বসন্ত,
ভেবেছি আসবে এখন সুদিন,
চৈত্র মাসের খুনি ঝড়ে
গৃহ আমার হলাে যে বিলীন।


আমার এখন ভাল্লাগে না,
শুকনাে মাটির কঠিন নীড়ে,
আমি আবার ভিজতে চাই,
সাত সমুদ্র-তেরাে নদীর পাড়ে।


কত পথিক হারিয়ে গেল
বড়াে নিষ্ঠুর এই জীবনযাত্রা,
এই পথ কি মসৃণ হবে না,
বাড়ছে যে ব্যর্থতার মাত্রা।


ব্যর্থ মানুষ হঠাৎ করে
সফল কি হয়ে যায়,
সফলতার হয় শুরু,
ব্যর্থতার চূড়ান্ত পর্যায়।