রাত আমাকে ডাকে,তার শিশিরের শব্দে
ঝুলে থাকে আধেক চাঁদ তরবারির মতো।


টিনের চালে শিশির বৃষ্টি
বিছানাতে বসে আছি,
আকাশের দিকে চোখ সামনে অন্ধকার
কালো বিড়ালের মতো
ঘাপটি মেরে বসে আছে;
যেন সে এক রয়েল বেঙ্গল টাইগার
তর্জনে গর্জনে হিংস্ৰ,চোখ দুটো লাল।


আমি তাকে ভয় পাই খুব,
মানুষের বুকের ভেতর হিংস্র মুখ
লম্বা লম্বা নোখের ভেতর রক্তের ফোয়ারা;
দাঁতের মধ্যে চর্বিত মাংস,
চারদিকের ভারাক্রান্ত সুর,
ইঁদুরের মৃত গন্ধ,
গলে যাওয়া শরীরের একটি কীরা
বেয়ে বেয়ে আসছে আমার দিকে।


আমি কি হাঁটছি স্বপ্নে!
যেখানে মানুষের মৃত্যু নেই,
যেখানে আমার মৃত্যু দোলাচলে ভাসে,
যেন বৃষ্টিতে ডুবে যাওয়া নৌকো,
আমাদের স্বপ্নের মৃত্যু।