আজ বসন্ত বিকেল,
ডানা মেলে ছেয়ে আছে বসন্ত রঙ।
আমার সম্মুখে তুমি তাকিয়ে আছো
উন্মত্ত জনতার দিকে,জানো,
জানালা- কপাট লাগানো
এই হিংস্রতার শহরে
আমার না কেউ নেই।


আমি একাকীই ছিলাম,
বিবর্ণ বিকেলে রাস্তায় একা,
এক সুগভীর তৃষ্ণায়
কষ্টের অনলে পুড়ে যাওয়া
সেই অদ্ভুত বালক আমি।


সামনে ট্রাক,পেছনে নদী,
আত্মহত্যার হয়তো
দুটো উপায় আছে,
হয় তুমি কবি হবে নয়তো
মৃত্যু তোমার সাথি।
অথচ আমার পুড়ে যাওয়া
হৃদয়ের কাছে ওগুলো তো কিছুই না।