আমি এখন আমাকে খুব ভালোবাসি,
অতঃপর আয়নায় মুখখানা দেখি,
কালো চুলের চারুকলা
ভীষণ ভালো লাগে,
সুদূর অতীতের মোহগ্রস্ততা  
আমাকে ভাবায়,
আমার ভীষণ অনুশোচনা হয়।


আমার মুষ্টিবদ্ধ হাতে রক্তের দাগ,
তোমার জন্য দিবারাত্রির আকুলতা,
তোমার জন্য যুদ্ধ শেষ বৃষ্টির প্রতীক্ষা,
এখন আমার ভীষণ আফসোস হয়।


আমি এখন কুয়াশা মন্ডিত
শীতের বিকেলে হাঁটি
আমি এখন আকাশের চাঁদ
দেখি নিয়ন বাতির পাশে,
আমি এখন দেউড়িতে
মুছে দেই তোমার পদচিহ্ন,
নিজেকে খুঁজি,
নিজের বাড়ির পাশে।


আমি এখন খোলা জানালায়
শোকতারা দেখি, আমি এখন
নদীটির ছবি আঁকি, কোমল
মাটিতে নিজের চিহ্ন রাখতে
ভীষণ ভালো লাগে।


আমার এখন ভয় হয় নিজের জন্য,
তোমার কথা ভেবে ভেবে
স্মরণাতীত মৃত্যুর প্রস্তুতি নিতে আমি চাই না,
তোমার জন্য বেদনাগ্রস্ত গোলাপ
হতে চাই না।


আমি এখন নিজেকে খুব ভালোবাসি,
নিজের জন্য বাঁচি,
মাঝরাতে গুমরে গুমরে কাঁদি না,
হে হৃদস্পন্দন!
হে আমার হৃদয় আয়না,
এখন আমার ভীষণ অনুশোচনা হয়,
এখন আমার ভীষণ অনুশোচনা হয়।