ট্যাক্টরের নিচে পরিযায়ী
ব্যঙের মতাে আমার প্রাণ,
আমি কি গাইনি নিশিদিন
নব জীবনের জয়গান?


স্বপ্নের মাঝে ডুবন্ত এই
অনুভূতিহীন জীবনের চাতুরতা,
মুগ্ধ সব মানুষের কাছে ম্লান
সৌন্দর্যের নীরবতা।


আমার স্বপ্নের মাঝে
চিৎকার করে ওঠে নাগরিক বিড়াল ,
আমার শহরের সব নীরবতা ভেঙে
দেয় একটি মাতাল।


আমার মনের বসন্ত
পুড়ে যায় চৈত্রের দহনে,
আমার কবিতা সে তাে বন্দি
শব্দহীন মায়ার বাঁধনে।


সে মায়া মায়া নয়,
দিবে না সে সৌন্দর্যের সার্টিফিকেট,
এখন ভালােবাসাতে কমা পড়েছে,
কমছে জীবনের রেট।


সে কথা তারা দিব্যি জানে,
তবুও কি মানে?
তবুও বয়ে যাবে জীবন নদী,
জীবনানন্দের টানে।


আমি এক ক্লান্ত কবি,লিখে যাবাে কি?
বসন্তের অনুমতি কি লাগবে না,পাখি?


উড়ে চলাে ডানা মেলে,উদ্দেশ্য যে বহুদূর,
তােমাদের স্বপ্নে বর্ণীল পৃথিবী,নতুন ভাের।