যে পাখি উড়ে যায় দূরে ঐ আকাশের পারে,
বসে আছি আশা বুকে নাম তার মনে করে।


যে পৃথিবীর কোনো মেঘমালা নেই,
সেই পৃথিবীর মরু হয়ে কত আর
রয়ে যাব সবুজ ফসলে স্মৃতি
স্মরণ করে, তোমাকে আর কতবার
ডাক দেবো পাখিদের খড়কুটোর
ভাঙা বাসা নিয়ে, বলতে পারো?