কখনাে কোনাে রাখালকে
বাঁশি বাজাতে দেখিনি,
যে যায় গরু নিয়ে খােলামাঠে,
নদীর পাড়ে কিংবা খালের পাশে,
প্রকৃতির সৌন্দর্য নিয়ে মাথা ঘামানাের
কি তার প্রশ্ন উঠেছিল কখনাে?
অথচ জীবনের মায়াজালে জড়ানাে
মৃতপ্রায় আমাদের বংশধর গুলাে
দিকদিগন্তে ছড়িয়ে পড়া
ভ্রষ্ট মাতালের মতাে চিৎকার করে উঠে:
"ওপারে না হয় আঁধার,
এপারে কি সূর্য উঠেনি,কবি?"