আজ আমার জন্মদিন,
উনিশটা বসন্ত পেরিয়ে,
উত্তাল ভাবনায় উন্মোচিত
জীবনের রহস্যময় জটিলতায়,
নিজেকে কি খুঁজে পাবো,
অতঃপর মানুষের পরিচিতজন হবো
কেউ বলতে পারো?


আঠারো বছর বয়সটা নাকি দুর্বার
আর আমার কি না উনিশ।
ভাবছি, উনিশটা বসন্ত পেরোনোর পর
মনটা কেন যে নড়বড় হয়ে আছে?


এটা কি বিপ্লব!  
এটা কি ভাবনার দারপ্রান্তে এসে
নিজেকে অচেনা লাগা?
কে আমি?
কবি?