কৃতিকা,
তোমার রূপে আমি
আর  কতবার পাগল হবো,
পোকা মাকড়ের মতো আলো আকর্ষণে,
তোমার রূপে আমি
আর কতবার মুগ্ধ হবো হঠাৎ বৃষ্টি বর্ষণে।


শিহরিত মন,কেন যে আজ,
তোমার দিকে করছে নয়নপাত,
বিজলি বাতি নিবে যে গেলো
ও মা!এ কিসের আলো?
বৃথাই বুঝি করছি হা হুতাশ।


তোমার উজ্জ্বলতা সে কি স্বর্গ?
আমার জন্য কেন যে দূর্গ?
দূর্গে হঠাৎ ধরে যদি ফাটল,
করবে না তো টলমল?
বৃষ্টি বাদল ফুরিয়ে গেলে,
দিন চলে যায় পুতুল খেলে,
রূপসাগরে ডুবাল দিলে
মর্গে যাওয়া হবে না।


ভুবন আমার ভিন্ন এখন,
ভিনগ্রহ বাসী,
ও কবিতা, আমায় কেন
দিচ্ছ আজ ফাঁসি,
ফাঁসি তো সে কবে দিয়েই দিলে,
স্বর্গে যাবার গিঁট লেগেছে কপালে,
স্বর্গে আমার নাইবা যাওয়া হলো,
ফাঁস লেগেছে তাই ভালো,
ভুবন এখন কাঁপছে ভীষণ,
কম্প কম্প যন্ত্রণা।