তােমাকে ভালােবেসে
ঐ উজ্জ্বল আকাশে
অন্ধকার দেখি,
তােমাকে ভালােবেসে
গন্তব্যহীন হলাে দিক
নির্দেশক পাখি।


তােমাকে ভালােবেসে উত্তাল
দূর সমুদ্রের হাওয়ার নাবিক,
তােমাকে ভালােবেসে ঘরে
ফেরা ভার তবুও সে নির্ভীক।


জাহাজের জ্বালানি ফুরালাে,
মেঘে ঢাকা সে আকাশ কালাে,
তবুও সমুদ্রের পথে যাত্রা যে হবে,
আমার দেহাবশেষ কেউ কি পাবে?
তুমিও খুঁজবে না, সে দেহাবশেষ আমার,
কি আর লাভ থেকে প্রিয়তমা ও টাকার?