তােমাকে ভালােবেসে বলেছি হৃদয়
কেঁদো না তুমি কেঁদো না,
তবুও সে কাঁদে,করে নিত্য ছলনা,
এক মানুষীর অবাক প্রেমে,
নিজেকে বড় তুচ্ছ মনে হয়।


সেদিন দিবসে প্রাণচঞ্চল ছিল মন আমার,
হঠাৎ কবিতা,হঠাৎ গানে,পা ফেলা যে ভার।


উপেক্ষা করি সে মানুষের অনুভূতি,
নীরবতা ও ভয়,
মানুষ বড়ই আজব প্রাণী,সৌন্দর্য ও
সময় নির্দয়।


থাকে না সে সময়,সৌন্দর্য তার,
স্তব্ধ হবে না জানি তার চুলে,
কথা বলে,কথা বলে,ঐ সুহৃদ শাড়িতে
সােনার নুপুর কথা বলে।


আমার সামনেই সে যে দুলে উঠে,
আমার সামনেই সে হাসে প্রাণখােলে।


তাই,তাই হলাে,যা কখনাে হবার নয়,
তার চুলের কাছে মৃত্যু সতত হাস্যময়।