অনেক দিন হলো কবিতা লিখি না
তোমায় নিয়ে, জানো
পৃথিবীর সব ফুল ঝরে পড়ে
আমার হৃদয় গহ্বরে।


আমার ভাবমূর্তি নষ্ট হয়ে ঘায়,
আমার চোখ অতলে ডুবে যায়,
আমার হাত মন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়,
অতঃপর নিজেকে সবসময় কাঠগড়ায়
দাঁড় করিয়ে রাখতে রাখতে
প্রচন্ড হিংসুটে হয়ে পড়ি,
দুয়ার ভেঙে পরে মাথার উপর,
ট্রাক্টর চলে যায় এই দেহ চূর্ণ জোড়ে।


তবুও বিছিন্ন এই দেহ মন নিয়ে
তোমার জন্য আক্ষেপ করি,
একসমুদ্র ভালোবাসা নিয়ে হাজির হই
কবিতায়, শব্দের স্পন্দনে দোলা দিতে
গিয়েও ঢেউ সুনামি হয়ে উঠে না।
আর ভালোবাসতে গেলে
মহাকালের অতল সমুদ্রে পড়ে থাকে কবি।