২১
তােমাকে ভালােবেসে আর কতবার
কবিতা লিখবাে শত,
কৃতিকা সে তাে ঘুমিয়ে পড়েছে ছােট্ট
এক শিশুর মতাে।


২২
কৃতিকা,তুমি শুনছাে?
স্বপ্নহীন মানুষের তরে স্বপ্ন বুনছাে?


ঘুমিয়ে আছে আমার মায়াবতী
তারে আর জাগায়াে না,
সারারাত জেগে আলাে দিল যে
ডেকে তার ঘুম ভাঙায়াে না।


২৩
আসবে কি এখন সােনারতরী?
ও মহাকাল মাঝি,
কৃতিকার প্রেমে বন্দি আমি,
একি নিয়তির কারসাজি?


২৪
নিজের দোষে দোষ করেছি,
দোষ ধরে কয়জনা?
ভালোবেসে নাম দিয়েছি
কৃতিকা সোনা।


২৫
তােমাকে ভালােবাসতে চাইনি কৃতিকা,
তবুও ভালােবাসি,
অন্ধকার পথ সে বড়ই নীরব,কতই না
নিষ্ঠুর প্রেমের ফাঁসি!