কৃতিকা,
আমাকে কি কখনো ভালোবাসতে
মন চায় তোমার,অস্তিত্বহীন বনফুলের
সৌরভের মতো আমি এবং আমার
হৃদয়ে আর কতবার বিরাজ করবে।


তোমার ক্ষণস্থায়ী রূপকে চিরস্থায়ী ধরে
নিয়ে সৌন্দর্য পূজারী এই বিষণ্ণ মানব
মন,তার কি পাপ হয় না কখনো?


তোমার মিষ্টি হাসির একখানা চাঁদের মতো
মুখে কখনো কলঙ্কের দাগ মুছে যায় না,
কেবল আমার কবিতার দাগ মুছে যায় ঠোঁট থেকে,
কেবল আমার জন্য বিষণ্ণতা ছেয়ে যায় ঐ চোখে,
কেবল আমার কলমের হাড় পুড়ে যায়
মনের শ্মশানে।


কেন প্রিয়?এ কেমন নিষ্ঠুরতা তোমার?
সব কিছু শেষ হয়ে যাবার পরও কি
বিলেতি লাঙল চালাবে না কৃষক,
লেখবে না কবি?


যদিও আত্মা বন্দি কাফন কফিনে,
তবুও তো তোমাকে পাবার স্বপ্ন দেখি,
অধরা এক স্বপ্নের মতো আজ
তুমি আছো তুমি নেই।