তোমার চুলগুলো খুব সুন্দর,জানো কৃতিকা,
ক্লিপ ও কানের দুলে মনে হয় যেন
দেবলোক হতে অন্ধকার পৃথিবীতে মহাসুন্দরী
এক দেবীর অভিষেক হয়েছে।


যদিও কখনো জন্মান্তর বিশ্বাস করিনি,
তবুও তোমার ছবি দেখার জন্য বারবার
জন্ম নিতে মন চায়।


আর
আজ তোমার হাত ছুঁয়ে যায় জঁবা ফুল,
ক্ষণিকের সেই স্পর্শটুকু লাভ করার
জন্য কেন জঁবাফুল হলাম না বিধাতা?


বলো,
কেন এত সুন্দর সে,
ঝাউশাখের পাশে দাঁড়িয়ে আছে যে,
সৌন্দর্যের সুষমায় বিন্যস্ত এক
অলৌকিক মায়াদেবী!সে কি কখনো
আমায় নিয়ে ভাবে,
সে যে জন্মান্তরের আক্ষেপ আমার।


একটু স্পর্শের জন্য,
একটু মুগ্ধতার জন্য,
আমি আর কতবার বিলীন
হবো,বিধাতা?