একটি কথার ঠোঁট ছুঁয়ে আজ
ধ্বংস হয়ে যায় এই সমাজ,
কৃতিকা তােমার অপরূপ
চাওনিতে ভেঙে পরে রাজাধিরাজ।


ভেঙে পড়ে রাজত্ব,মন ও মানসিকতা,
টুটে যায় বন্ধন,পরিবার,প্রেম ও কবিতা।
সম্মুখ সমরে মরে যায় বীর সৈনিক,
ডুবে যায় সমুদ্রের নির্ভীক নাবিক।


উড়ে চলে যায় দূর গ্রহপথে
ভীতু সব মানুষের দল,
শুয়ে থাকে পথিক কবি এক,
প্রাণ তার বিস্মিত নিশ্চল।


আমি এক পথিক কবি,গান গাই
রহস্যময় কৃতিকা পাখির,
সমুদ্রের পাশে লবণাক্ত ভূমির নিকটে
সে বসে বসে আকাশ দেখে।
তার চোখে ফুটে উঠে পৃথিবীর সব
ক্লান্ত মানুষের নীরবতা,
তার ঠোঁট ম্লান  হয়ে যায় বিচ্ছিন্ন
মানুষের ব্যথায়,
তার চুল ভেসে যায় সমুদ্র জলে,
আমি গান গাই তাই মনের খেয়ালে,
আমি চিৎকার করে উঠি আপন ভুবনে,
আমি স্বীকার করি তারে আমার কবিতায়,
সে যে অপূর্ব চাঁদ ছিল প্রকৃতির মহিমায়।