তোমাকে ভালোবাসি
সকাল সন্ধ্যা রাত দুপুরে,
তোমাকে ভালোবাসি
মনের অজান্তে হৃদয় গভীরে।


তোমাকে ভালোবাসি বৈশাখ,
বর্ষা ও বসন্তে।
তোমাকে ভালোবাসি গিরি,
নদীতট,সাগর অন্তে।


তোমাকে ভালোবাসি প্রিয় গানে,
সবুজ রঙে,ঘন ঘাসে আঙিনায়,
তোমাকে ভালোবাসি কর্মব্যস্ত
দিনের  বৃত্ত ভাঙার আশায়।


তোমাকে ভালোবাসি সবশেষে,
স্বাধীনতা, সার্বভৌমত্বের ও আগে,
তোমাকে ভালোবাসি যেমন করে
পরাধীন দেশ স্বাধীনতা মাগে।


তোমাকে ভালোবাসি মুক্তিযোদ্ধার
প্রাণের স্পন্দনের মতো,
তোমাকে ভালোবাসি ভাষাশহীদের
রক্তের লাল ক্ষত।


তোমাকে ভালোবাসি বঙ্গবন্ধুর আহ্বান,
জেলে বসে থাকা দিন রাত্রি,
তোমাকে ভালোবাসি ছাব্বিশে মার্চ
বন্ধুক কাঁধে নেওয়া যাত্রী।