ঘরটা ছিল মাটির,মানুষটি ছিল সৎ,
শান্তি ছিল,সুখ ছিল,ছিল যে মহব্বত।


মাটির মানুষ মাটির ঘরে থাকে আনন্দে,
দোয়েল,কোয়েল নাচে সেথা ফুলের গন্ধে।


ছন্দ লিখে কাব্যে কবি,গল্প লিখে গল্পকার,
বোঁটা ছিড়ে পড়লে ফুল বকুলতলাটা কার?