টাকা হলে মানুষ মানুষকে ভুলে যায় এটা যেমন সত্য;কিন্তু কেন ভুলে যায় সেটা তার চেয়েও বড়ো সত্য।মানুষ মাত্রই অভাববোধ করবে,আর সেজন্যই প্রয়োজনের সৃষ্টি। মানুষ ভাবে, যার টাকা নেই,রূপ নেই সে তুচ্ছ। কিন্তু তা নয়।অভাব আছে বলেই তো মানুষ মানুষের কাছে যায়, কিছু পাওয়ার ইচ্ছায়।কিন্তু প্রয়োজন ফুরালে এক শ্রেণির মানুষেরা উপকারীর অপকার করার জন্য পাগল হয়ে যায়। একটুও ভেবে দেখে না।
মানুষ কখনো নিঃস্বের কাছে যায় না।যার অভাব আছে সে কি করে অন্যের অভাব দূর করবে?