সবুজ বোতলে একটু জল,
জ্বলজ্বলে তার ঠিকানা,
আশেক সে তো হয় না নিখোশ,
মন জোড়ে তার বেদনা,
এক গ্লাসেতে শরবত আনো,
আরেক গ্লাসে মধু,
ও পিপাসী,যা চেয়েছ তাই পেয়েছ
কেউ নিবে না লাঞ্চনা।



ভুবন জোড়ে প্রকাশিত আলো,
হৃদয় পুড়ে কাবাব,
আজকে তোমার জন্মদিনে
থাকছে না তো অভাব,
দিল কাবাতে ফুল ফুটেছে,
মর্ম মূলে নদী,ও বিবাগী,
বর্ম পড়ে মর্ম কথা
এই বুঝি তোর স্বভাব?



শান্ত মনে মনটা মুখর
চায় না আর থাকতে,
তোমার প্রেমে গল্প ভীষণ,
হৃদয় ছুঁয়ে রাখতে,
কল্পতরুর গল্প হয়ে
ব্যথার বাধঁন রাখলে না,
আশেক বিনে মাশুক কেবা
সে কি আর বলতে?



পৃথিবীর সব রং
ধোয়ে মোছে হয়ে গেছে পরিষ্কার,
কেন বৃহত্তর বেদনা নিয়ে আসো
নিয়তি বারংবার,
হৃদয় যেখানে ব্যাকুল হয়েছে ,
নীড় ফেরা পাখি টানে,
সে যে তোমার আমার
বিচ্ছেদ জড়ানো সুতোর সংসার।



মায়াহীন যে শব্দ চিৎকার করে একা,
আমি কি পেয়েছি প্রিয় তার দেখা?
শব্দগুলো জব্দ হয়ে
বুক পাঁজরে হানছে আঘাত,
হৃদয় পুড়ে মর্মাহত,
না আছে আশা,না আছে সংঘাত।