১৬
কেউ কথা রাখে না,
দু হাজার একুশ আশার পরও
কেউ কথা রাখে নি,
বাইশেও  হয়তো কেউ কেউ
কথা রাখবে না।
কথা রাখা কি সত্যি খুব কঠিন,
তবে কেন এত কথার ফুলঝুরি,
মিথ্যে আশায় কেন এত স্বপ্ন দেখা,
বলতে পারো?


১৭
নগরে বিস্তৃত নৃত্যজালে
ফেঁসে যায় আমার অবহেলাগুলো,
শীতের কুয়াশায় অকারণ হেঁটে হেঁটে
আমি বাড়ি ঘর খুঁজি।


১৮
অনেক দিন আগে ফজরে একবার,
গাইছিলি গান সুমধুর কন্ঠে আবার।
খোলা হাওয়া চলে গেলো
আলতো ছুঁয়ে তোকে,
যে জন ছিল সে জন ব্যাকুল হলো,
ঝরা পাতা ঝরে গেল ভুঁয়ে,
শীত মরসুমে।


১৯
তোমরা বলো, টাকা হলে  বন্ধু আসে,
আমি বলি, এমন বন্ধুর কি দরকার,
টাকা দিলেই যদি পাওয়া যায় পরিবেশে,
তবে দুনিয়ার সব ফকির আমার।


২০
সে অনেক কথা নিরুপমা,
প্রণয়ের শেষ ধাপে এসে
জীবনটাকে হঠাৎ করে
বুঝতে শিখেছি।


কোমল হাত কেউ
কখনো রাখে না কপালে,
কবির কল্পনায় শুরু হয়
অতঃপর লকডাউন।বন্দি জীবন,
অবাস্তব কল্পনায় কেন্দ্র করে ঘুরে
বৃত্তের মোহাচ্ছন্ন তরুণ মন।