২১
সে আমাকে
ভালোবাসতে চায়,
কবিতার চোখে দুটো ফুল,
তারার ফুল,অবাক আকাশে সাঁতরায়।


২১
সে আমার কবিতা,
বুকের মাঝে তার সাদা কালো ছবি,
মাঝে মাঝে ফিরে আসে,
আমি উড়িয়ে দিতে চাই বাহাদুরিগুলি,
স্বপ্নের মৃত্যুতে উৎফুল্ল হয়ে উঠি,
দুটি চোখ কচলিয়ে আকাশের দিকে তাকাই
একটা উল্কা ছুটে এসে বুকের বাম পাশে
আঘাত করে,আমি কথা বলতে পারিনা।


২৩
আজ আয়নায় মুখ দেখি,
স্বপ্নের মাঝে হাতে হাত রাখি না,
দুটো তরবারির মাঝখানে
একটি গোলাপ ফুল,
তার ছড়িয়ে-ছিটিয়ে থাকা
পাপড়িগুলো
আমার অনুভূতির টুকরো,
আজ আকাশে বাতাসে উড়ে,
একটি পাখি তার দুটো পায়ে
তুলে নিয়ে যায় মৃত স্বপ্ন।
একজন মানুষ ফিসফিস করে
মগজের ভেতর,গালি দেয়,তুই অমানুষ।