ছদ্মনামে কবিতা লেখে একটা জোনাকি,
মিটিমিটি জ্বলে রাতের আঁধারে,
দিনের শুরু হলো পৃথিবীর শরীরে,
আমাদের জীবনের রংগুলো মুছে গেছে,
মহাযাত্রারই বা কতদিন আছে বাকি?


পৃথিবীর কোনো এক উর্বশীর কাছে,
আমার চিঠিটা হয়তো বা আনন্দময়।
নির্দয়ায় বন্দী কোনো এক বৃদ্ধের কাছে,
এখন সময় বড়ো অসময়,দুঃসময়।


প্রাকৃতিক সম্পদে ভরপুর নদীটির পাশে,
যে কাঠুরের ছোট্ট কুটির ছিল,
ডুবে গেছে তা,ডুবে গেছে সংসার ও,
হারিয়ে গেছে ছেলেটি মেয়েটি,
প্ৰকৃতি বুঝি এমনিই প্রতিশোধ নিল?
কুমিরের পেটে গেল কাঠুরের হাতটিও।


ভিখারি যায়,ভিখারি আসে,
কবরে পরে থাকে রাজার কঙ্কাল,
মানুষের এই নিষ্ঠুর নিয়তির
শুভকামনায় কেটে যায় কতকাল।


ঝরে যায় শিশির,
ঝরে পড়ে পাতা,
মানুষেরা মরে গিয়ে
রেখে যায় স্মৃতি,
কেউ বা রেখে যায়
কতগুলো ব্যথা,
কেউ বা খুঁজে ফিরে
হারানো প্রেমের
লাজুক রীতি।


(২০১৮)