নতুন দিনের কবিতা
কি করে লিখবে বঙ্গবাসী,
মন পড়ে থাকে
ফেসবুকে টিকটকে রাশি রাশি।


অনেক টাকা যায় যে মাসে,
যার নেই দরকার তারও যে আছে,
একি এক ব্যর্থ জাতির শুরুয়াত নয়,
বাঁচুক বা না বাঁচুক,
খেতে পাক বা না পাক তবুও পােস্ট হয়।


একি
এক আজব কাণ্ড,
সেলেব্রিটি লােক লন্ডভন্ড
সমালােচনা যে প্রচন্ড,
চারপাশে।


মাথা মাের ঘুরে প্রতিনিয়ত রাত,
ভাল্লাগে না,এই যে দিনের শুরুয়াত,
একটু করে ঢুঁ মেরে আসি,
দেখি কি করেন সেলেব্রিটি,
না থাক একটা গান শুনি,
ফোনটা আমায় দে,
সব ভুলিব থাকলে ফোন,
কি মায়া লাগে রিংটোন,
এমন করে কাটছে দিন।
কোথায় হাসি?কোথায় রেইন?


ভাল্লাগেনার স্বাদে,
জীবন এখন মরীচিকা,
অলস প্রাণী যায় দেখা,
দিনের বেলায় ঘুম,
রাতের বেলায় জাগা।


রাতের বেলায় সূর্যের হাসি,
চাঁদ হয়েছে পঁচা বাসি,
এখন তাে আর যায় না চাঁদেরে দেখা,
আকাশ বড়াে আলােয় মাখা।


মনটা গেল পঁচে,
বিবেক গেল খসে,
এমন করে খসে গেলে
উন্নতি হবে কিসে?


জোয়ার এখন বইছে উন্নয়নের,
মন যে পঁচেছে ভাই ও বােনের,
বাইরে খুবই ফিটফাট,
ভিতর তাদের সদরঘাট,
কি করলে হবে তারা পূর্ণ?
বলবে লােকে বরেণ্য,
যদি বলতে পারাে,
তবেই নতুন দিনের কবিতা লিখতে পারাে।