দাঁড়ান,দাঁড়ান,
গান তো শুনে যান,
ইচ্ছে হলে একটু শুনেন
হৃদয় যদি মেহেরবান।


গানের মাঝে গানের কথা,
গান কি গেয়েছে পাখি,
ইচ্ছে হলে খাঁচার ভিতর
উঠছে কি আর ডাকি?


খাঁচার বাঁধন ছিন্ন হলে,
জড়ায় মরা মোহজালে,
নৃত্য করে ডাক দিয়ে যায়,
সাত দরোজা খুলে।


দরোজার উপর পাখির বাসা,
বইছে বাতাস শাঁ রে শাঁ,
আগ্ লেগেছে বুক পাঁজরে
বাঁচার আছে আশা?