গাঁজা খেয়ে রাজা তুমি
রাণী হবে কেহ,
এই পৃথিবীর সুখের অসুখ
তাহার  কোমল দেহ।
হায়রে!তাহার কোমল দেহ।


গাঁজা খেয়ে রাজা পালায়,
পালায় চমৎকার,
লাথি মেরে ভাঙবো তালা,
অভিমানের পাহাড়।
হায়রে!অভিমানের পাহাড়।


গাঁজা খেয়ে পালায় কবি,
পালায় আপনজন,
এই পৃথিবীর সব মানুষের
গাঁজাই আপন।
হায়রে!গাঁজাই আপন।


গাঁজা খেলে আকাশ নীলে,
ছুটছে তারা ঐ,
তাহার মুখের মিষ্টি হাসি,
গাঁজা আমার কই?
হায়রে! গাঁজা আমার কই।
                          
গাঁজা খেয়ে রাজা তুমি,
রাণী হবে কেহ,
এই পৃথিবীর সুখের অসুখ,
তাহার কোমল দেহ।
হায়রে!তাহার কোমল দেহ।