প্রিয়,
তুমি জানো,সুনীল বলেছিলেন,
"ভ্রূ পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে।"
সত্যি বলতে কি,তোমার ঐ অপূর্ব ভ্রূ জোড়া,
কাজলকালো চোখের মন প্রাণ কাড়া ঢলঢল চাহনি,ঠোঁট দুটোর মায়াবী হাসির চপলতা দেখতে না আমার খুব ভালো লাগে।তুমি যে
আমার পরী, পরীস্থানের পথ হারা মেয়ে,কল্পনার ডানা মেলে উড়ে এলে আমার
বিষণ্ণ আকাশে।তুমি জানো,আমি না বড্ড একা,যখন চোখ বুজি তখনই তোমার মুখচ্ছবি ভেসে উঠে হৃদয়ের আয়নায়। বদলে যায় দৃশ্যপটগুলো।আমি কতবার নিজের বিরুদ্ধে জেগে উঠি,তবুও তোমাকে ভুলতে পারি না।মাঝে মাঝে কাঁদতে মন চায়।হৃদয়টা এতই পাষাণ হয়েছে যে পাথর  চোখ দুটো থেকে এক ফুটো অশ্রু ও গড়ায় না।কি করব বলো?আমি যে কাউকে আমার মনের দুঃখ,সুখের কথা বলতে পারি না।আচ্ছা,তুমি কি আমার মনের রানি হবে? ভালোবাসার গভীরতায় ছুঁয়ে দেবে কি মুহূর্ত গুলো।বলো?