বাস্তবতার সম্মুখে


জন্মেছো যখন মরবে তখন,বাঁচবে?
করলে পালন জন্মদিনে,লোকে হাসবে!
দুঃখ লাগে লাগুক ,কাঁদবে তুমি?
হিরা পান্না আসুক,পূন্য ভূমি
শূন্যে উড়াও,ভালোবাসায় বাসা বাঁধবে?



অবাক কাণ্ড


আমার খুব হাসি পায়, জানো?
অবাক পৃথিবী মানতে চাইলো কেন?
অকারণে তাই দিলাম কেটে সুতো,
মনটা পারেনি বাঁচতে মনের মতো,
অবহেলায় তাই হৃদয় পুড়েছে অবিরত।



মায়ের ঘুম


মায়ের চোখে ঘুম নেই দয়াময়,
মা যেন ঘুমায় ঠিক সময়,
তোমার কাছে রেখেছি বড্ড প্রার্থনা,
অবুঝ আমি বান্দা তোমার বুঝিনা,
বুঝতে গিয়ে ব্যর্থ হলাম,দুঃসময়!