রক্তে স্বাধীন বীরের দেশে,
দুর্নীতিরই আঁখড়া বসে,
মানুষ হয়ে বুঝলো না,
মাথার হুশ বেঁচলো কানা,
লুকিয়ে রেখে সোনার গয়না,
ভিনদেশীদের কক্ষ জুড়ে।


বক্ষে আমার আগুন লাগে,
লোকে বলে বিদ্রোহী,
অন্যায় আর অত্যাচারে
দেশটা করে ত্রাহি ত্রাহি।


গুম-খুনের অপরাধে,
শাস্তি দিব নির্বিবাদে,
বাঁচার আর পথ পাবে না,
ঘুমাও এখন বুকের মানিক নীড়ে।