সে যে তাকিয়ে থাকে ছবির মতাে
আমার সােনালি স্বপ্নের ভীড়ে
সাদা কালাে লাল কালাে অপূর্ব মুখ তার।


তার শরীর ছুঁয়ে যায় গােলাপী রঙ
তার চোখ ছুঁয়ে যায় বসন্ত বাতাস,
তার চুল উড়ে যায় সুদূর দূরে,
তার হাসি-মন ছুঁয়ে যায় ভােরের আকাশ।


সে কি ফিরে আসে ষড়ঋতুর মতাে,
হঠাৎ বৃষ্টি হঠাৎ কুয়াশায়,
হঠাৎ ফোটে ওঠা ফুলে,পাখিদের গানে,
সে কি ফিরে আসে কল্পনায়?


এই ভাবনায় তাকিয়ে থেকেছি
স্তব্দ সেই মানুষীর দিকে বলেছি,
গান গাইতে গাইতে মরে যাওয়া
ডাহুকীর সঙ্গীর মতাে মরে যাওয়ার
চাইতে কবিতা লেখা ভালাে।


সে কি তবুও বুঝে না,স্তব্ধ মন তরে
ওঠে না কি ফাগুনের আলােড়নে?


ভাবছি ফাগুন তাে সেই কবে শেষ হয়ে
গেছে,তাকে ভালােবেসে তিলে তিলে
মরে যাওয়ার চাইতে নীলাকাশ
নীলবেদনা অনেক ভালাে ছিল।