প্রিয় কবিতা আমার ,
অনেক দিন হলো
কিছুই লিখছি না তোমায় নিয়ে,
জানো,
পৃথিবীর সব কবিরা ক্লান্ত,নীরব,
কেবল আমিই এসেছি
একটি কোকিল নিয়ে।


কুহু কুহু হয়ে গেল ছন্দ,
বাঁশি ফুঁকে মরে যায় ডাহুকে অন্ধ,
কাকেরও কাকা লাগে না ভালো আর ,
তুমি চাও কবি এক,কোকিল কন্ঠ সমাহার।


সব কিছু পন্ড হলো,
বৃথাই গেল শ্রম,
কবিকে ঘাতকে ধরিল,
কোকিল ফুরালো দম।


কোকিল দম ফুরালে কবির হবে কি,
চাতক বিনে যেমতি লাফায় চাতকী।


সব কিছু শোনে
দম এলো ফিরে,
কোকিল বলিল কবি,
এলে কি করে?
এলে কি করে?


সব কিছু শোনে ঘাতক
বললো পালাই পালাই,
কোকিল মারিলে লাথি
কে নেবে তার দায়?