পাগল কবি প্রেমে পড়েছে,
অকারণ হাসি মনে ধরেছে,
সে যে আমায় ভাইয়া ডাকে,
বড়ো আফসোস আহা!বুকে।


নামটা যে তার ছোট্ট ভীষণ,
চোখ দুটো তার মনোহারী,
নামের পাশে নাম বসেছে
নাম কি আর দুনিয়াদারী?


পায়ের পাতা আলতো করে,
হাতের কাছে রাখবো ধরে,
আর যাবো না ছেড়ে তারে,
রাখবো বেঁধে মনের পাড়ে।


মনটা এখন নড়ছে ভীষণ,
পুকুর জলে পায়না ঠাঁই,
দুখের কথা বলবো কারে,
কোথায় গেলে বলতে পাই?


বলবো তারে ভাবছি এখন,
কাঁপছে পা  যখন তখন,
বিরহ আমায় ধরেছে কষে,
বসতো যদি আমার পাশে,
মন জোড়াটা হাসতো
তখন চোখের কাদঁনে,
বলবো তারে,প্রেমে পড়ে
বেশ করেছি নীলের বাঁধনে।