কাজল চুল,দুলছে দুলুক সুবাসে।
হাঁটার গতি,বাড়ছে বাড়ুক শ্বাসে।
হঠাৎ তুমি হারিয়ে গেলে,
আসলাে ঝড় সকল সময় ফেলে।


আমার পায়ে চিতার গতি,
দেখব বলে ফন্দি আঁটি,
সামনে দেখি ঐ যে তুমি,
দুলছে ঘাস,কাঁপছে ভূমি।


পায়ের নিচে পিষিত ফুল,
দমকা হাওয়ায় উড়লাে চুল,
হঠাৎ তােমার মিষ্টি হাসি,
স্বপ্ন যে নয় তাই তাে বেশি।
স্বপ্ন হলে কি বা হত,
সত্য কি আর স্বপ্নের মতাে?


হঠাৎ বুকে বিঁধল প্রেমকাঁটা,
শিহরণে সরিয়ে দিলাম পা টা,
কেউ এলাে না,ধরলাে না তাে হাত,
প্রেম সমুদ্রে হাবুডুবু,অতল জলে কাত।