আমায় ভালোবাসো যদি,
আমি গাইব গান নিরবধি,
কান্নায় ভাসাবে না তো ভোর?
অবহেলায়,চাই না সে দুপুর।


সেদিন সে পাখিটির চোখে,
আমাদের কথা হয়েছিল গোপনে,
ভাবনার স্ফুলিঙ্গ মেখে,
তুমি চেয়েছিলে আগুন হতে,
মনে রেখেছো কি?


যেদিন আমাদের মৃত্যু হবে
সেদিন কি পাখিরা ডাকবে না
পাখিদের সুরে?
বঙ্গোপসাগরে
ভাসবে না কি জাহাজ?
পুড়বে না কি জঙ্গল ছাইময় হয়ে?


তবে কেন আজ কাটছে দিন,
অনিশ্চিত ভয়ে,
আমাদের ভালোবাসা কুয়াশায়
ছেয়ে আছে অকারণে।