তারপর আর বলবো না তো কিছু,
একটি ঘোড়া চলছে তোমার পিছু,
মাতাল বলে ডাকলো পাড়ার লোকে,
তোমার সাথে চলতে যদি থাকে,
ভেঙে দিয়ে হলে সারা,
আর যাবো না তোমার পাড়া,
আমার আছে বিরাট তাড়া,
ফিরছি বাজার থেকে।


চোখে আমার ঘুম লেগেছে,
কেঁদে কেঁদে রোজ,
ফুলটুসিটা কয় না কথা,
নেয় না কোনো খোঁজ ।


ইচ্ছে হলো ডাকবো তারে,
সে আসে না চোখের ঠারে,
লুকিয়ে গেলো হঠাৎ করে
মন ডুবেছে মনের পাড়ে,
ভাবলে ভীষণ বাড়ছে ব্যথা,
মনেই থাকে মনের কথা,
নৃত্য করে লাল হয়ে যায়
নিত্য বাড়ে বোঝ।