আমার বাংলাদেশে বাস করে
তুমি গালি দিচ্ছো কাকে?
সে যে আমার বাংলা মা,
অপরূপ সৌন্দর্য আঁকি বুকে।


তোমার না হয় জমলো না তার
সমাজ পরিবেশ,
তুমি কেন তাকে গাল দিবে,
কি তোমার উদ্দেশ?


তোমার না হয় ভাল্লাগে না,ক্ষুব্ধ তুমি
চলছো পথে,ধরছো ছদ্মবেশ।
তুমি কেন তাকে গাল দিবে,তাধিন তাধিন,
হাত তালি আর আর্টিকেলের শেষ।


এমন করো?সাহসটা তো খুব!
কোথায় তুমি পাও?
যার কাছেতে বড় হলে,
তাকে পায়ের নিচে মাড়াও?


ভুল না হয় বুঝলে সবে,
তুমি কি সঠিক আছো!
সমালোচনা তো খুবছে করো,
এমন করে কেমনে বাঁচো?


তোমার দেশে তুমি সেরা
এই যদি না হয় ভাবনা,
সবকিছুই তো পেতে পারো
তবুও সম্মান পাবেনা।


যে মাটিতে শুবে তুমি
তাকে করো অপমান?
লাভ কি বলো করে
তোমার জীবনের জয়গান?