এক যে ছিল রাজা,
এক যে ছিল রাণী,
রাজ্য ছিল হাস্য মুখে,
গুনি জ্ঞানীর খনি।


জ্ঞানী গুণি বিদেশ গেলেন,
রাজ্য হলো রসাতল,
বিদ্রোহীরা দেশটা চালায়,
রাজ গদিটা টলমল।


হঠাৎ করে এলেন পথিক,
দিতে ওদের শিক্ষা,
খাল কেটে কুমির আনলেন,
পেয়ে গেলেন দীক্ষা।