আমি আমার মুসলমান
ভাইয়ের রক্তের দাম চাই,
আমি আমার মুসলমান
বোনের রক্তের দাম চাই।


এর বিনিময়ে ও কি তারা
স্বাধীন হবে না?
এর বিনিময়ে ও কি তারা
শান্তি পাবে না?


অথচ পৃথিবীর সব অমানুষগুলো
রক্তের বন্যা বইয়ে দিতে,
চির উদ্যত হয়েছে অতীতে,বর্তমানে।
হয়তোবা ভবিষ্যতে ও আরও উচ্ছৃঙ্খল হবে।


তাই বলে কি,
অসীম যন্ত্রণায় ভোগা
আমার সেই ভাই-বোন গুলো,
আমরা কি সবসময়ের জন্য
তাদের পাশে দাঁড়াতে পারবো না,
শুধু একটিবার পৃথিবীর সব অপরাধ
উচ্ছেদ করার জন্য,
পরগাছাদের অত্যাচারে ধ্বংসিত
বৃক্ষের শান্তির জন্য,
মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নেওয়ার জন্য,
মা বাবা হারানো শিশুটির মুখে হাসি
ফুটানোর জন্য হলেও আমরা কি একটি বার
একতাবদ্ধ হতে পারবো না?