আমার কথা কি পড়ে না মনে তোর,
একই ক্লাসেতে কাটত যে দিনদুপুর।
আমার কথা কি পড়ে না মনে তোর?


সবার মতো হারিয়ে গেলি তুই,
খবর কি নিস্ আমার,
তোর মাঝেই ব্যস্ত যে তুই একেলা
আমার ম্যাসেন্জার।


ঈদ গেল পূজা গেল,
তুই কি ডাকলি মোরে,
আমি যে একেলা বন্ধু
ভাবছি খুব করে।


অনেক দিন হলো হয় না দেখা,
কথা বলা তো দূর,
তাই এই কবিতা লিখলাম বন্ধু
উপহারটা নে তোর।


তোর  কথা পড়লে মনে
কাঁদতে চায় এই মন
কতই না ইতিহাস হলো রে
লেখা,মধ্যবিত্ত জীবন!


কখনো তোকে দেইনি উপহার,
অভাবটা ছিল টাকার,
একের পিঠে দুই জোটেনি
ভাবুক হৃদয়টার।
ক্ষমা করে দিস প্রিয়,
বন্ধুত্বের কাছে ক্ষমা কি আর!
আমাদের ভালোবাসায়
টুটে যাবে অভিমান,
পাহাড় সমান।