প্রিয় বাংলা মা,
তোমাকে ভালোবাসা কি আমার অপরাধ ছিল?
আমি তো কখনো চাইনি বিনিময় যখন অমানুষগুলো আমার হাত দুটো ছিনিয়ে নিল
তখন তোমার একদল কুলাঙ্গার সন্তান
ঠাট্টায় উঠে ছিল মেতে।


অথচ তারা আজ প্রাসাদসম অট্টালিকায় বাস করে,
আর আমি পালিয়ে বেড়ানো ভীতুদের মতো জবুথবু হয়ে গাছতলায় বসে থাকি,
কখনো নর্দমার পাশে,
কখনো রাস্তায় দু মুঠো অন্নের আশায়।


ভাবতে থাকি,এদেশ কবে আমাদের হবে,
অথচ মনের ভেতরের জমে থাকা ক্ষোভ লোনাজল হয়ে বলে,ইতিহাস কেউ মনে রাখে নারে পাগল।