তােমার ভালােবাসা খুঁজেছি,
দীর্ঘ রাস্তা,সারি সারি গাছেদের কাছে,
তােমার ভালােবাসা খুঁজেছি,
ভিখারির থালা,প্রতিবন্ধী চোখ,
জেলেদের পাশে।


তােমার ভালােবাসা খুঁজেছি বাজারে,
বেহুলা, কবিতায়,
তােমার ভালােবাসা খুঁজেছি আবর্জনা
স্তূপ,পাখিদের পায়।


তােমার ভালােবাসা খুঁজেছি ইটভাটা
মেঘ এসিড বৃষ্টি ধোঁয়ায়,
তােমার ভালােবাসা খুঁজেছি স্পর্শ
অভিমান শিশিরে হতাশায়,
"ঐ ঠোঁট পাখি হয়ে সূর্য ছুঁয়ে যায়।”
"ঐ ঠোঁট পাখি হয়ে সূর্য ছুঁয়ে যায়।"