১০৫
কখনো কি আকাশ তুমি,
কখনো কি সুর?
কখনো কি বাতাস তুমি,
অনিন্দ্য সুন্দর ভোর?
এত পাখি কেন ডাকে,
কেন ফুটে এত ফুল?
তুমি কি বাংলাদেশ,
কাজল কালো চুল?


১০৬
তুমি এত সুন্দর কেন?
কাজল কালো চোখ
আর লিপস্টিক রাঙা
হাসিতে?
এত ভালোবাসা কার
হৃদয়ে হানো?মোহমুগ্ধ
করো বারবার দূর হতে।


১০৭
তোমার স্বপ্ন হবো বলে,
আমি প্রতীক্ষায় সাজাই
আমার প্রহরগুলি,
তোমার ঠোঁটের লিপস্টিক
রঙে রাাঙিয়ে তুলি
আমার বিষণ্ণ বিকেল।


১০৮
আমি পারলাম না
কারো আকাশ হতে,
পারলাম না তো কোনোদিন।
সাদা-কালো মেঘে রঙহীন
হয়েছে আকাশ আমার,
ভরেছে দুঃসংবাদে,
এসেছে ঝড়,হৃদয়ের ভিতর
লুকিয়ে থাকা বিদ্যুৎ বিভ্রাটে।


(২০১৯)