১০৯
আমি তো স্তব্ধ ঝিকিমিকি অই কান্নায়,
আজ,তুমি যে বাস ভালো হীরা পান্নায়?


১১০
ওখানে এখন শূন্যতা,
তবুও বকেরা উড়ে।
আমি শূন্যতা ভালোবাসি,
তোমাকে মনে করে।


১১১
আমার চাঁদে কলঙ্ক লেগেছে,
ভুলতে পারি না,চিঠি!
আমি কি আবার ধরতে পারি
তার ঐ হাত দুটি?


১১২
বলতে পারো,
ভালোবাসা কি?
প্রেম তো ঠিকই করো।


প্রেম তো করে একজনা,
কেঁদে মরে দশজনা,
পরের কথা ভাব না,
আহা! কি স্বার্থপর!


১১৩
আমি একবার আকাশ হয়েছিলাম,
বুকের ভেতর পোষে রাখা তার নাম,
তারা হয়ে ফুটেছিল,ঝিকিমিকি।


১১৪
তুমি সেই মুকুট,
হারিয়ে গিয়েছ বসন্ত বিকেলে,
তোমার ঐ বিচ্ছেদ বেদনায়,
কুহু কুহু কেঁদেছিল কোকিলে।


১১৫
একরাশ যন্ত্রণা বুকে নিয়ে,
সারাটা রাত কেঁদেছিলাম,
অবুঝ শিশুর মতো নীরবে
নীরবে অশ্রু ঝরে পড়েছিল,
কেউ চোখ মুছে দেয়নি।


(২০১৯-২০২০)