১২৩
ভালোবাসা অমর হোক,
বলে বলে আর কতবার
ফিরব একা একা?


১২৪
আমাদের প্রশ্নবিদ্ধ পৃথিবী,
রহস্যময় অভিব্যক্তি তোমার,
রহস্যময় সৌন্দর্যে পরিপূর্ণ জীবন,
তুমি আমারই, রবে চিরদিন।


১২৫
তোমার প্রেমে
সাদা চাঁদা লাল হবে,
লাল চাঁদ হবে নীল।


১২৬
মায়াবতী,
ভালোবাসা এত অমলিন কেন?
বিস্মৃতির রহস্যে ঘেরা সে এক উর্বর ভূমি,
কল্পনার রাজ্যে সৌন্দর্যের পরিপূর্ণতায়
ছুঁয়ে যাবো সে মানব হৃদয়।


১২৭
আমার কফি হাউজটা
পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে,
তুমি লাগিয়ে দিয়েছ
দ্রোহের আগুনটাকে,
যার উত্তাপে জ্বলে পুড়ে যায়
হৃদয়,পাথর হৃদয়।


১২৮
কথা ছিল দেখা হলে
কবিতা লিখব আমি,
অথচ কথাটা ভুল ছিল,
মিথ্যে বলেছিলে তুমি।


তবুও আমি কবিতা লিখেছি,
উড়িয়ে দিয়েছি রাতের খামে,
কবিতার সব মেয়ে তুমি,
আমি কবিতা লিখি
তোমার ছদ্মনামে।


১২৯
কেন হাত বাড়িয়ে ডাকো?
আহত হৃদয়ে চন্দ্র -সূর্য -গ্রহ- তারা
এক হয়ে যায়।


বিলীন হয়ে যায় সময়,
তারাগুলো একা একা মিটিমিটি জ্বলে।


১৩০
আমাকে বিশ্বাস করো,
আমাদের সময়টা বড়ো অদ্ভুত তাইনা?
একেক পাখিরা উড়ে যায় একেক নীড়ে।


(২০১৮-২০১৯)