১৩১
ভালোবাসা সত্যি এক অফুরন্ত নদী,
মানুষের আনন্দিত মন নিয়ে,
মানুষের ব্যথাহত হৃদয় নিয়ে,
মানুষের সুন্দর স্বপ্ন নিয়ে,
বয়ে যায় সে দূর দূরান্ত নিরবধি।


১৩২
তুমি স্বপ্নের হাত ধরে বয়ে যাওয়া একটি নদী,
জন্ম থেকে জন্মান্তরে সমুদ্রের দিকে চল নিরবধি।


১৩৩
আমি শুধু তোমার নামে
কবিতা লিখবো,
এক জীবনের এক নিমেষের গল্প ,
আমি শুধু তোমায় খুঁজবো,
মুহূর্ত কেন এত অল্প,
শেষ হয়ে যায় বেলা,
থাকে শুধু অবেলার
না বলা কিছু গল্প।


১৩৪
আমি এক ক্ষুদ্র কণা,
তুমি সেই বিশাল পৃথিবী,
তুমিই ছিলে প্রাণ আমার,
ওগো নিঠুরা মানবী।


১৩৫
কোনো এক মানবীর প্রেমে অসহ্য যন্ত্রণায় হারিয়েছিল পথ,কোনো এক মানব।
তবুও তার হৃদয়টা আজ নেই আর থেমে,
মানুষের জীবন্ত হৃদয়ে খোঁজে নিয়েছে সে,
প্রেমে -অপ্রেমে নতুনের উৎসব।


(২০১৮-২০১৯)